জয়পাড়া কলেজে শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত

320

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০) জুন সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।

অনুষ্ঠানে জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তর সঞ্চালনায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন