ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোঃ সাগর মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। রোববার সকালে দোহার-নবাবগঞ্জের সীমান্তস্থল বালেঙ্গা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলায় বাহ্রা গ্রামের মো. শাহ আলমের ছেলে। সে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাগর রবিবার সকালে দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ শহর রক্ষা বাঁধে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বাঁধের বালেঙ্গা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল ব্যাটারি চালিত অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কার্তিকপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য সাগরের বাবা শাহ আলম মাত্র ১০ দিন আগে সৌদি আরব থেকে এসে ছেলেকে হোন্ডা কিনে দেন। সাগরের এবার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিল। এবং কলেজের টেস্ট পরীক্ষায় সে কৃতিত্বের সাথে পাশ করে।