জয়পাড়া কলেজের অনার্স শিক্ষার্থীদের শিক্ষা সফর

1218

জয়পাড়া কলেজের অনার্স শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়ে যায় সম্প্রতী। অর্নাস ৩য় বর্ষ ২০১৪/২০১৫ শিক্ষা বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের পরিসংখ্যানে অধিক সংক্ষক A+ প্রাপ্ত ছাএ-ছাএীদেরকে নিয়ে জয়পাড়া কলেজর শিক্ষা সফরের আয়োজন করা হয়। শিক্ষা সফরের স্থান নির্ধারন করা হয় জগদেশ চন্দ্র বসুর বাড়ি।  গাছেরও যে প্রাণ আছে আর বেতারের তরংগ দৈর্ঘ্য আবিস্কার করেছিলেন বিক্রমপুরের এই জগদবিখ্যাত কৃতি সন্তান। জগদীশ চন্দ্র বসুর বাড়িতে সারাদিন হৈ-হুল্লোড়, ক্রীড়া প্রতিযোগীতা, যেমন খুশী তেমন সাজো এরপর মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান  আয়োজন করা হয়। জয়পাড়া পরিবহনের  বাস রিজার্ভ করে শ্রীনগের রাড়িখালে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়।

এসময় জয়পাড়া কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হামিদ বলেন, আধিক পরিশ্রম করার ফলে আজ আমাদের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাএ-ছার্এীরা পরিসংখ্যানে এত গুলো A+ এসেছে।  তিনি আরো বলেন যে,  সকলে মিলে তাদের পিছনে যেমন পরিশ্রম দেয়ার ফলে জয়পাড়া কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের রেজাল্ট ভালো হয়েছে এরি ধারাবাহিকতায় আমি পরাবর্তীতেও চেষ্টা করবো রেজাল্ট ভালো করানোর জন্য সে সময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের  প্রভাষক প্রমথ কুমার, শরীফ হোসেন ও ইংরাজি বিভাগের ইমরান আহমেদ।

আপনার মতামত দিন