জয়পাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

229

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় মো. শানাল খাঁ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের শফিক খানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শানাল খাঁ উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন