দোহারের জয়পাড়া বাজারের তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীনের ভ্রাম্যমান আদালত। ৮ই জুন বুধবার বেলা ১২ টার দিকে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জয়পাড়া বাজারের আর.বি.জেনারেল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ রাখার দায়ে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ২০০৫ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন ২০১০ এর ১৫ ধারায় পাল রাইস এজেন্সিকে পাঁচ হাজার এবং খান এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জব্বদকৃত ঘি জয়পাড়া বাজার নদীর পাড়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এবং জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস আলী।
প্রশাসনের নিয়মিত এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দোহারবাসী। তাদের প্রত্যাশা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন ও থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটুর এই তদারকিতে দোহারবাসী ভেজাল খাদ্য থেকে মুক্তি পাবে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন।
এ ব্যাপারে জয়পাড়া বাজারের কাঠ ব্যবসায়ী আব্দুল আলীম টিপু নিউজ৩৯.নেট কে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান, অবৈধ মোটর সাইকেল জব্দ ও ভেজাল বিরোধী কর্মকান্ডের জন্য বর্তমান উপজেলা ও পুলিশ প্রসাশন অবশ্যই সাধারণের মানুষের মন জয় করেছে। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার কারণে অন্যান্য অপরাধও নিয়ন্ত্রিত হয়েছে।