জয়পাড়ায় অসহনীয় যানজট

334

মো: রাতুল ইসলাম ♦ দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া পূর্ব বাজারস্থ কলেজ মোড়ে প্রতিনিয়ত তীব্র যানযটের কারনে অসহনীয় ভোগান্তির সৃষ্টি হচ্ছে। মোড়ের উত্তরে জয়পাড়া কলেজ, সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মধুপ্রভাতী কিন্ডারগার্টেন, পশ্চিমে জয়পাড়া পাইলট স্কুল ও বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্বে উপজেলা মার্কেট, পরিষদ এবং হাসপাতাল এবং দক্ষিনে তানশীর ও অক্সফোর্ড ক্যাডেট স্কুল। এছাড়া এ মোড়কে কেন্দ্র করে রয়েছে প্রায় ১০টি কোচিং সেন্টার এবং জয়পাড়া পূর্ব বাজার, স্থানটির গুরুত্বের কারনে এখানে প্রতিদিনই হাজার হাজার লোক চলাফেরা করে। এছাড়া অপ্রশস্ত রাস্তা এবং অত্যাধিক রিক্সা, ট্রাক ও ইজি বাইকের কারনে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। এতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত ছোটো-খাটো দূর্ঘটনা ঘটেই চলছে। বর্তমানে ভোগান্তির মাত্রা চরমে উঠেছে যখন রাস্তা খুড়ে ড্রেন নির্মান চলছে; এছাড়া ড্রেনের পাইপগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে রাস্তার উপরে, এতে যান-বাহন চলাচল করতে পারছে না ঠিকমতো। জনগনের প্রত্যাশা প্রশাসন যেন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করে, যাতে এই তীব্র যানজট থেকে সবাই রক্ষা পায়।

আপনার মতামত দিন