জয়পাড়ার দুই হারবালকে জরিমানা

991
জয়পাড়ার দুই হারবাল

দোহারের জয়পাড়ার দুই হারবাল প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দোহার উপজেলা ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে মহাদেশ হারবাল ও বাংলাদেশ হারবালে নামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ সময় অবৈধ ওষুধ তৈরী ও মোড়কজাত করার অপরাধে মহাদেশ হারবালের কর্মচারী কবির হোসেন (২৭) ও বাংলাদেশ হারবালের হাকিম মো. নূর আলম (৩৫ ) কে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নিপা উভয় প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আটক দুই ব্যক্তিকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।

আপনার মতামত দিন