জয়পাড়াতে বই উৎসব

198
জয়পাড়াতে বই উৎসব

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে বই উৎসব দিবস। নতুন বছরের প্রথম দিনে আজ সোমবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের চার কোটি ৪২ লাখ চার হাজার ১৯৭ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এরি ধারাবাহিকতায় দোহারেও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি স্কুল গুলোতে বই বিতরণ করা হয়। এবার দোহারে শিক্ষার্থী ছিল  ২৫৭৮৯ জন। এবার দোহারে মোট বই সংখ্যা ছিল তিন লক্ষ ঊনষাট হাজার চারশত আটচল্লিশ(৩৫৯৪৪৮) বিতরণ করাও হয়েছে সবগুলো।

আপনার মতামত দিন