জয়পাড়াতে খাল দখল করে ভবন নির্মাণ

1065
জয়পাড়াতে খাল দখল করে ভবন
জয়পাড়াতে খাল দখল করে ভবন নির্মান

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী খাল দখল করে পুনরায় ভবন নির্মাণ করা হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় খাল দখল করে বাড়িটি নির্মাণ করা হয়েছে। যদিও ২০১৮ সালের ৮ই জুন দোহার পৌরসভার ৩নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় খাল দখল করে নির্মাণাধীন ওই বাড়ি ভেঙে দেয় পৌরসভা কর্তৃপক্ষ।

জানা যায়, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পার্শ্ববর্তী খালের একপাড় অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেছে স্থানীয় শাহিন নামে এক প্রভাবশালী ব্যক্তি। ফলে খালটিতে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। বাড়ির নেমপ্লেটে দেখা যায়, করদাতা হিসেবে উত্তর জয়পাড়া চৌধুরীপাড়ার জনি শিকদারের নাম রয়েছে। কিন্তু জনি শিকদারের দাবি ভবনটি তিনি নির্মাণ করেনি। শাহিন শিকদার ভবনটি নির্মাণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এরআগে ২০১৮ সালের জুন মাসে ভবনটি ভেঙে দিয়েছিল পৌরসভা কর্তৃপক্ষ। তবে কিছুদিন পর আবারো ভবনটি সংস্কার করেন শাহিন শিকদার। এরপর আর কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দখলকারী শাহীন বলেন, “বাড়িটি মালিক জনি শিকদার, আমরা থাকি। তবে ভবন নিজস্ব জমিতে করা হয়েছে। সরকারি খাল দখল করেনি।” এসময় তিনি স্থানীয় এক সাংবাদিকের সাথে এ ব্যাপারে কথা বলতে বলেন।

অন্য খবর  দোহারে বিডি ক্লিনের পরিস্কার অভিযান শুরু

এ ব্যাপারে জনি শিকদার বলেন, “সরকারি জায়গায় ভবনটি শাহিন শিকদার কিভাবে নির্মাণ করেছে তা আমার জানা নেই। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঐ ভবনটি আমার নয়।” ভবনের নেম প্লেটে তার নাম দেয়ার কারণ জানতে চাইলে জনি শিকদার বলেন, “ওরা কেন নাম দিয়েছে ওরাই বলতে পারবে। তবে সেখানে একসময় আমাদের জমি ছিল যা বর্তমান খাস হয়ে গেছে। সেই জন্যও নাম দিতে পারে। কিন্তু ভবনটি আমি নির্মাণ করিনি।”

দোহার পৌর প্রকৌশলী মশিউর রহমান বলেন, “ভবনটি সরকারি খালের উপর করা হয়েছিল। যার কারনে এর আগে আমরা ভেঙে দিয়েছিলাম। খাস জমির উপর ভবন নির্মাণের সাথে হোল্ডিং ট্যাক্সের কোন সম্পর্ক নেই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি ভূমি অফিসকে নির্দেশনা দিব যদি এটি খালের মধ্যে হয় তাহলে অতি দ্রুত এটি উচ্ছেদের ব্যবস্থা নেব।”

আপনার মতামত দিন