জয়কৃষ্ণপুরে বাসায় ঢুকে সন্ত্রাসী হামলায় ২ জন আহত

371
জয়কৃষ্ণপুরে বাসায় ঢুকে সন্ত্রাসী হামলায় ২ জন আহত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ের  বালেংগা গ্রামে শনিবার  দুর্বৃত্তের হামলায়  শেখ সফি উদ্দিন (৩৭) ও শেখ আরবালি(৩০)  নামে দুই ভাইকে পিটিয়ে মারত্মক আহত করা হয়েছে। বর্তমানে তারা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

সফি ও  আরাবালির স্বজনরা জানায়, স্থানীয় রজ্জবের নেতৃত্বে রনি,মিজান, মিন্টু ও দেলদুয়ার ও অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন  শনিবার  বেলা ১০ টা ৩০ মিনিটে হামলা চালিয়ে শফি উদ্দিন, আরবালি ও তার বৃদ্ধ পিতা মো. আলাউদ্দিনকে কে মারাত্মক আহত করে এবং ঘরের ভিতরে প্রবেশ করে আলমারি  ভাংচুর করে ও  স্বর্ন এবং নগদ টাকা নিয়ে যায়। বাড়ির দরজা জানালা ভাংচুর করে।

এ বিষয়ে নবাবগঞ্জ   উপপুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয়ী কীর্তুনিয়া জয়  জানান -বিষয়টি শুনেছি উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন