জুলাই থেকে ১ কোটি পরিবার ৩০ টাকা কেজি দরে চাল পাবে

29

ডেস্ক প্রতিবেদন
টিসিবির কার্ডধারীদের আগামী জুলাই থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩-এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময়ে তিনি এ তথ্য উল্লেখ করেন।

এ সময়ে খাদ্যমন্ত্রী জানান, এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল ক্রয় করা হয়েছে। ধান সংগ্রহ হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৭২ টন। সামনে আরও দুই মাস সময় আছে। এ সময়ে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারা যাবে।

আপনার মতামত দিন