জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ ইউএনও এর জিডি

531

স্টাফ রিপোর্টার, news39.net: নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে নবাবগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি অভিযোগ করেছেন, প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় মো. আবুল হোসেন খন্দকার।

সোমবার এই ব্যাপারে নবাবগঞ্জ থানায় মতিউর রহমান বাদী হয়ে সাধারণ ডায়েরী করেছেন যার নং-২৬৮ তাং ৬/০৩/ ২৩ ইং।

জিডিতে তিনি উল্লেখ করেন, ৫ মার্চ বিকেল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের অফিস কক্ষে আপীল শুনানীর সময় তাকে দেখে নেয়ার হুমকি দেয়স হয়।

ইউএনও মতিউর রহমান বলেন, উপজেলার হযরতপুর মৌজাস্থিত সরকারে অর্পিত সম্পত্তি ব্রজ নিকেতন অবৈধ দখলমুক্ত করার পর সেখানে থাকা পালিত মালিকবিহীন হরিণসমূহ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের নিকট হস্তান্তর করি। তার আগে হযরতপুর গ্রামের আবুল হোসেন খন্দকার পিতামৃত আব্দুল আলীম খন্দকার ঢাকা জেলা কর্তৃক হরিণ পালনের লাইন্সে বিগত ২২/০১/২০২৩ ইং
তারিখে স্থগিত করা হয়।

আবুল হোসেন উক্ত লাইসেন্স স্থগিত সিদ্ধান্তের বিষয়ে পুনঃবিবেচনা চেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের আপিল শুনানীতে আবেদন করেন। গত ৫/০৩/২৩ ইং তারিখে বিকেল ৩টায় সচিব মহোদয়ের অফিস কক্ষে আপীল শুনানীতে আমি মতিউর রহমান বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলাম।

অন্য খবর  নবাবগঞ্জে গরু চোর আটক

শুনানীর সময় আবুল হোসেন ব্যাক্তিগতভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শণ করেন এবং আমি কিভাবে নবাবগঞ্জ উপজেলায় চাকুরী করি সেটা তিনি দেখে নিবেন বলে জানান। ভবিষ্যতে আমার ক্ষতি করবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

মতিউর রহমান ডায়েরিতে আরও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর সম্মুখে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের উপসচিব দিপঙ্কর কুমার চক্রবর্তীসহ বনবিভাগের শুনানী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

এ বিষয়ে আবুল হোসেন খন্দকার বলেন, আমি ইউএনও মতিউর রহমানকে কোন প্রকার হুমকি ও
ভয়ভীতি প্রদর্শন করিনি। তিনি ইচ্ছ্বাকৃতভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছেন।

আপনার মতামত দিন