নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও তৃণমূল বিএনপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাবেক বিএনপি নেতা চারদলীয় জোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ভুলে যেতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তৃণমূল বিএনপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রবীণ ওই রাজনৈতিক নেতা।

তিনি বলেন, ‘অতীত ভুলে যান। ওইখানে আর ফিরে যাওয়া যাবে না। থাকতে হবে শেখ হাসিনার সঙ্গে।’ এদিকে ব্যারিস্টার নাজমুল হুদা মোহাম্মদ নাসিমের কাছে আগামী নির্বাচনে নিজ জোটের প্রার্থীদের জন্য নৌকা প্রতীক চেয়েছেন। তিনি বলেন, ‘যেখানে ১৪ দলের প্রার্থী থাকবে না, সেখানে আমাদের প্রার্থীকে নৌকা প্রতীক দেয়ার অনুরোধ রাখছি।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া বিএনএ কো-চেয়ারম্যান এম. নাজিমউদ্দীন আল-আজাদ, মহাসচিব মেজর (অব.) ডা. এম হাবিবুর রহমান, বিএনএ মুখপাত্র শেখ সহীদুজ্জামান।

বিএনএ ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

অন্য খবর  জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে নাজমুল হুদা সভাপতির বক্তব্যে বলেন, ‘বস্তা পচা রাজনীতি থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা ৩১টি দল সংঘবদ্ধ হয়েছি। এটি একটি নির্বাচনমুখী জোট।তবে কথা আছে, আমাদের আজকের প্রধান অতিথি (মোহাম্মদ নাসিম) যিনি আজকে ১৪ দলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা এই কথা বলতে পারি যে, আমরা সব ক’টি আসনে প্রার্থী দিলেও যেখানে নিশ্চিতভাবে ১৪ দলীয় প্রার্থী রয়েছে সেই সমস্ত আসন থেকে আমরা আমাদের প্রার্থিতা প্রত্যাহার করবো। ঠিক একইভাবে আমরা এ দাবি করবো, যেখানে নিশ্চিতভাবে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, কিংবা ১৪ দলীয় জোটের প্রার্থী নেই, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদের প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে তাকে প্রার্থী দিতে হবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আজকে আমি আমাদের প্রধান অতিথির কাছে এই অনুরোধটি করবো।’

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ১৪ দলের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করে নাজমুল হুদা বলেন, ‘প্রধান অতিথিকে অনুরোধ করবো আপনি দয়া করে বাংলাদেশ জাতীয় জোটের ১০ জন শীর্ষ নেতাকে অনতিবিলম্বে আহ্বান করেন আপনাদের সঙ্গে মতবিনিময় করার জন্য। যাতে করে আমরা প্রতিটি আসনের একটি নির্ভুল সমীকরণের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করতে পারি।’

অন্য খবর  হুমায়ূন আহমেদের নবীজি ও শেষ দিনগুলোতে মুহিউদ্দীন খানের প্রভাব

এরপর প্রধান অতিথির ব্ক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘মনে রাখবেন পেছনে ফেরার কোনো সুযোগ সম্ভাবনা আমাদের নাই। আপনারা ছেড়ে এসছেন। আমাদের সঙ্গে এসছেন। তাই না! পেছনে ফেরার কোনো সুযোগ নেই। নাজমুল ভাইকে আগেও বলেছি এখনও বলছি কিভাবে নির্বাচন করবো আপনারা ১০ জন নিয়ে বসেন। আলোচনা করে দেখবো। অবশ্যই বসবো। তাড়াতাড়ি বসবো। নির্বাচন হবে বাংলাদেশে সংবিধান অনুযায়ী। বিজয়ের মাসেই নির্বাচন হবে। কেউ যদি চক্রান্ত করে তাহলে জনগণ প্রতিরোধ করবে।’

নাজমুল হুদাকে উদ্দেশ্যে করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনার জোটকে সংগঠিত করেন। আপনার সঙ্গে বসবো। আমাদের মূল নেত্রী শেখ হাসিনা। তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনি সম্মান করেন শ্রদ্ধা করেন বিফলে যাবে না। শুধু একটি কথা বলতে চাই ওইখানে আর ফিরে যাওয়া যাবে না। থাকতে হবে শেখ হাসিনার সঙ্গে। আগামী নির্বাচন হবে। বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। বসে সিদ্ধান্ত নেবো কিভাবে নির্বাচন করতে পারি। খালেদা জিয়ার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সিদ্ধান্ত নেবো।’

আপনার মতামত দিন