জাসাস’র দোহার উপজেলা ও পৌরসভার কমিটি গঠন

414

নিজস্ব প্রতিবেদক ♦ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থার (জাসাস)দোহার উপজেলার ৮১টি সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ এবং দোহার পৌরসভা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল এ কমিটিন অনুমোদন দেয়া হয়।
দোহার উপজেলায় মো: বজলুর রহমান খান পপিকে সভাপতি, মো: লুৎফর রহমান মাস্টারকে সাধারন সম্পাদক ও হুমায়ুন কবির মাস্টারকে সাংগাঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য নেতাদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ সভাপতি মো: কবির হোসেন, সহসভাপতি কে এম সোহেল তারেক, জাকির ভূইঁয়া পলাশ ও আব্দুস সাত্তার সহ আরো অনেকে।

দোহার পৌরসভা: দোহার পৌরসভায় মো: হারুন-অর-রশিদকে সভাপতি, মো: সামসুজ্জামান খান জুয়েলকে সাধারন সম্পাদক ও মো: হাসান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ছাত্রদল দোহার উপজেলা কমিটি: এ দিকে মো: আবুল হাসেমকে সভাপতি, মো: সেন্টু ভূইঁয়াকে সাধারন সম্পাদক এ মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল দোহার উপজেলার আংশিক কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো: আব্দুল হান্নান, সহসভাপতি বনি আমিন মনির, মো: শাহজাহান সাজু সহ আরো অনেকে।

আপনার মতামত দিন