ঈদে জামা না দেওয়ায় আত্মহত্যা

277

শুক্রবার দিবাগত রাতে দোহার উপজেলার সুতারপারা গ্রামে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে কিশোরী শারমিন(১৩)।জানা যায়, শারমিনের বাবা শামীম একজন দিনমজুর। দীর্ঘদিন ধরে একটি ভালো জামার অপেক্ষায় ছিলো শারমিন। ভেবেছিলো আর কিছু হোক বা না হোক এবার ঈদে বাবা অন্তত তাকে একটি জামা দিবে। বাবা কথাও দিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস শারমিনের আর পেক্ষা করা হলো না। বাবার সাথে জামা কেনা দেরি হওয়া নিয়ে ঝগড়া করে। এরপর অভিমান করে রাতে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। 
এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১২/২৯

আপনার মতামত দিন