জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

245
জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠান চলার সময় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের মদদ দাতাদের খুঁজে বের করে অবিলম্বে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নবাবগঞ্জ উপজেলা ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের নেতার্মীরা। রবিবার দুপুরে দোহার-নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  ওমর ফারুক, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি শোভন শিকদার, সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. মোরাদ, দিপ্ত দেওয়ান পমুখ।

একই দিনে এর আগে সকাল ১১টায় আগামী ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষে দোহার-নবাবগঞ্জ কলেজ সংসদে প্রস্তুতি সভা করেন উপজেলা ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন