জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে ঢাকার দোহারে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

252
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে ঢাকার দোহারে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে ঢাকার দোহারে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০:৩০ মিনেটে,দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনে সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ তানিয়া ইয়াসমিন,ডাঃ ইয়াহিয়া মাহমুদ,ডাঃ মুঞ্জুর এলাহি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অজিত চন্দ্র সরকার(স্বাস্থ্য পরিদর্শক, দোহার)সহ স্বাস্থ্য সহকারীগন।

ডাঃ জসিম উদ্দিন বলেন, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে শিশুর মনন ও মেধার বিকাশ ঘটে। এই প্রতিযোগিতা আমাদের শিশুদের মানসিক  বিকাশ ঘটাতে সহায়তা করবে।

উল্লেখ্য গত ২৩/৪/১৮ইং তারিখে আলোচনা সভার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়ে,প্রসূতি সেবা,শিশু স্বাস্থ্য সেবা,কিশোরী স্বাস্থ্য সেবা,পুষ্টি বার্তা সহ নানা কার্যক্রমের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ পালিত হয়।

প্রতিযোগিতা শেষে বিচারকগন বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন। অবশেষে সভাপতির বক্তব্যে ডাঃজসিম অংশগ্রহনকারী সকল প্রতিযোগীকে বিজয়ী করে,মাহমুদপুর আশ্রায়ন প্রকল্পে স্বাস্থ্য বার্তা প্রেরনের জন্যে মোঃফজলুর রহমান(এইচ.এ),মোঃমুঞ্জুরুল ইসলাম(এইচ.এ) ও মোঃ শাহীন হোসেন(এইচ.এ) কে নির্দেশ দেন।

আপনার মতামত দিন