দোহারের চরকুশাই-এ জাতীয় পার্টির উঠান বৈঠক

217

ঢাকা দোহার উপজেলার চরকুশাই উত্তর পাড়ায় গত ১ ডিসেম্বর মহাজোটের শরীক দল জাতীয় পার্টির কুসুমহাটির ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠীত হয়েছে।

উঠান বৈঠকে বক্তব্যকালে জাতীয় পার্টির নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে ঢাকা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মহিলা সংরক্ষিত আসনের এমপি, যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট সালমা ইসলাম নেতৃত্বে দোহার-নবাবগঞ্জে জনমত গড়ে তুলতে হবে। আর সেই জনমত তৈরি করতে হলে আপনার আমার অক্লান্ত পরিশ্রম ও দলীয় কর্মকান্ড অব্যহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ডা. আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আ. আলিম, মো. ওহাব তালুকদার, জামাল হোসেন, মো. জসিম উদ্দিন পান্নু, আফজাল হোসেন, এবং রফিকুল ইসলাম, শেখ মো. আমীর হোসেন, নজরুল ইসলাম, মো. বাদল খান সিদ্দিকুর রহমান, চাঁন মিয়া, মহি মন্ডল, জামাল বেপারী, সজল ও জুয়েল রানা প্রমুখ।

আপনার মতামত দিন