জাতীয় টাস্কফোর্স এর সদস্য নির্বাচিত হলেন সালমান এফ রহমান

176
সালমান এফ রহমান

দেশের ব্যবসা বানিজ্য প্রসারের লক্ষে গঠিত জাতীয় টাস্কফোর্স এর সদস্য নির্বাচিত হয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান

দেশে করোনা ভাইরাসের কারনে এক উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ব্যবসা বানিজ্য, শিল্প কারখানা, অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ন কর্মক্ষেত্র। এতে করে প্রায় অচল হয়ে পড়ে দেশের অর্থনীতির চাকা। তাই দেশের অর্থনীতির চাকা সচল করতে এবং এই পরিস্থিতিতে বিভিন্ন দেশে ব্যবসা বানিজ্য প্রসার এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষন এর লক্ষ্যে জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়।  এর সদস্য হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান (এম.পি) কে অন্তর্ভুক্ত করা হয়।

গঠিত টাস্কফোর্স এর সদস্য নির্বাচিত হওয়ায় দোহার নবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে জনাব সালমান এফ রহমান কে শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত দিন