জাতির পিতা প্রথম দুর্যোগ ঝুঁকি হ্রাসমূলক কর্মসূচি প্রণয়ন করেছেন – আফরোজা আক্তার রিবা

336

জোবায়ের শরিফ হাসান/কাজী মারুফঃ ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দোহার-নবাবগঞ্জে পালন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

শনিবার সকাল ১০টায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সময় সরকারি জয়পাড়া পাইলট মডেল হাইস্কুল ও বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র‍্যালীতে অংশ নেয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে এসব দুর্যোগ বাড়ছে। পাশাপাশি রয়েছে অগ্নিকাণ্ড ও দূষণজনিত মানবসৃষ্ট দুর্যোগ। আর এই প্রভাব বেশি পড়েছে দোহার-নবাবগঞ্জের মতো নদী তীরবর্তী জনগনের উপর। ইতঃমধ্যে আপনারা জানেন, পদ্মা বাধ নির্মাণে ও তীর সংরক্ষণে সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। সেই কাজ বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ঝুঁকি হ্রাসমূলক কর্মসূচি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনিই প্রথম মুজিব কিল্লা নির্মাণের মাধ্যমে দুর্যোগে জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ১৯৭৩ সালে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান `ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)` প্রতিষ্ঠা করেন, যা দুর্যোগ সতর্কবার্তা প্রচার ও সাড়াদান কার্যক্রমে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দেশের প্রতিটি জেলায় একটি করে ত্রাণ গুদাম নির্মাণ করা হচ্ছে। বন্যাপ্রবণ এলাকায় ২৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

অন্য খবর  লক্ষীপ্রসাদে স্কুলছাত্রীর বিয়ের চেষ্টা: বাবা সহ আটক ২

এসময় দোহার উপজেলা ফায়ার সার্ভিস একটি মহড়া প্রদর্শন করে। দিবসটি পালন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে দেশব্যাপী আলোচনা সভা, পোস্টার ও লিফলেট বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে `টকশো`, সড়কদ্বীপ সজ্জা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি রয়েছে।এছাড়া দিবসটি উদযাপন করতে প্রতিটি উপজেলা প্রশাসনকে ৫০০০(পাচ হাজার) করে টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার মতামত দিন