জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি-কুদ্দুস, সাঃ সম্পাদক আজিজ

29

ঢাকার দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা আরিফা বানু ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে এসএম কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে আ. আজিজ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, অনুষ্ঠিত নির্বাচনে ৫০০ ভোট পেয়ে এসএম কুদ্দুস সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রইচ উদ্দিন পান ৪৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫৩৮ ভোট পেয়ে আ. আজিজ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন পেয়েছেন ১৬২ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে পরশ আলী ৩৪৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহীম ৩৯২ ভোট ও কোষাধ্যক্ষ পদে মো. বিল্লাল হোসেন ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. জলিল মিয়া (৩৯৬ ভোট), ওবায়দুল ইসলাম (৪৪৩ ভোট), হাবিবুর রহমান (৫০৩ ভোট), মো. আলমাছ হোসেন (৫১৬ ভোট), মো. শাহিন বেপারী (৫৬৭ ভোট), রিপন সাহা (৫৩৫ ভোট) ও মো. মামুন হোসেন (৪০০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্য খবর  শিকারীপাড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির মোট ভোটার ১০৩৮ জন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪, সম্পাদক পদে ৪, যুগ্ম সম্পাদক পদে ৪, কোষাধ্যক্ষ ৩ ও সদস্য পদে ৯জন সহ মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরআগে সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন।

ব্যবসায়ী সমিতির ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পেরে মহা খুঁশি তাঁরা।

আপনার মতামত দিন