জঙ্গিদের নতুন আস্তানার খোঁজে পাহাড়ে সিটিটিসির অভিযান

16
জঙ্গিদের নতুন আস্তানার খোঁজে পাহাড়ে সিটিটিসির অভিযান

মৌলভীবাজার করেসপন্ডেন্ট:মৌলভীবাজারে কুলাউড়ার কালা পাহাড়ে জঙ্গিদের নতুন আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে স্থানীয় পুলিশ ও সিটিটিসির সদস্যরা দুর্গম পাহাড়ে অভিযান শুরু করেন। জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গেলো শনিবার ১০ জনকে গ্রেফতারের পর গতকাল সোমবার আরও ১৭ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। রাতভর আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আটককৃতরা দুর্গম কালা পাহাড়ে আরেকটি আস্তানার তথ্য দেয়। প্রথম আস্তানা থেকে এই আস্তানার দূরত্ব তিন ঘণ্টার হাঁটা পথ। আটককৃত জঙ্গিদের দেয়া তথ্যে সকাল থেকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

আপনার মতামত দিন