জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জবি

193

২০ অক্টোবর, ২০২৩ ইং ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে পালন হলো বিশ্ববিদ্যালয় দিবস। ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দিবস হলেও পুজার সরকারি ছুটি থাকায় এবার এক দিন আগে পালন করা হয়। ১৯ অক্টোবর তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ, উল্লাসে প্রতিষ্ঠাবার্ষিকীতে মেতে উঠে। এই দিন দোহার নবাবগঞ্জের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছিলো অন্যরকম আয়োজন। সকালে উঠেই শিক্ষার্থীদের দোহার-নবাবগঞ্জের যাতায়াতের বিশ্ববিদ্যালয় বাস “পদ্মা” বর্নিল সাজে সজ্জিত করে তুলে।ফুল,বেলুন, রঙিন কাগজ দিয়ে নব বধুর সাজে সাজিয়ে তুলে পদ্মা বাস। বাসে একে একে যার যার স্টপেজ থেকে উঠে শিক্ষার্থীরা। চলন্ত বাসেই নাচ, গান, হই হুল্লোড় মেতে উঠে । বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পর কাঠাল তলা চত্বরে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের কেক কেটে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ নৃত্য, কেউ গান, কেউ কবিতা, দিয়ে সকলকে আনন্দে বিমোহিত করে । অনুষ্ঠান শেষে সকালের নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১০ টায় প্রত্যেকে নিজ নিজ বিভাগের সাথে বিশ্ববিদ্যালয় দিবসের র্যালিতে যোগদান করতে হয়। র্যালি শেষ করে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা হয়। সেখানে নাট্যকলা ও সংগীত বিভাগের পরিবেশনায় নাটক, কবিতা আবৃতি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড দলের গান পরিবেশন হয়। শিক্ষার্থীরা ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে আবার দোহার- নবাবগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসে। দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলো কাজী মোসাব্বিরুল আলম নাহিন (সভাপতি) ও ওবায়দুল্লাহ হাসিব রৌদ্র (সাধারণ সম্পাদক)। তারা বলেন : আমরা প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবসটি জাকজমক ভাবে পালন করি। আমদের আনন্দ, উল্লাস দেখে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন কলেজের এইচএসসি ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় পড়ার আগ্রহী হবে।

আপনার মতামত দিন