ছেলে চায় নৌকা, মা লাঙ্গল

417
ছেলে চায় নৌকা, মা লাঙ্গল

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চান অন্যতম শিল্পগ্রুপ যমুনার ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম তোলেন। এদিনই তা জমা দেন।

এদিকে তার মা ও যমুনা গ্রপের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম জাতীয় পার্টির মনোনয়ন ফরম তুলেছেন। একই দলের টিকিট পেয়ে তিনি গতবার এমপিও হয়েছেন।

সালমা ইসলাম ঢাকা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন চান। তার ছেলে শামীম ইসলাম ঢাকা-১১ থেকে নৌকার মনোনয়ন চান।

ছেলে চায় নৌকা, মা লাঙ্গল

আপনার মতামত দিন