নবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

288

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নূরনগর গ্রামের ইমরান সিকদার (১৬) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছে। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে। গতকাল রোববার ভোর ৫টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা আব্দুস সাত্তার জানান, গত শনিবার রাতে নূরনগর এলাকার এক বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত দেড়টার দিকে বাড়িতে ফিরছিল ইমরান। এমন সময় ওৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে ভোরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তার মৃত্যু হয় ।

পরিবারের দাবি,  জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কেউ হয়তো ওই কাজটি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত দিন