বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। শনিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে এই আলোচনায় বসেন তারা। এসময় দোহার-নবাবগঞ্জের কৃতী সন্তান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল হোসেন খান(ভিপি কামাল) উপস্থিত ছিলেন।
গত ১ জানুয়ারী ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি চেয়ারপার্সন ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দিয়ে এই সরকারের বিভিন্ন অন্যায়-অবিচার তুলে ধরেন সবার সামনে। সেই সাথে ছাত্রদলকে আরো সংগঠিত হতে নির্দেশ দেন তারা। সেই পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী আহমেদ আজ বৈঠক করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনর রশিদ ও সাধারন সম্পাদক আকরামুল হক আকরামের অনুপস্থিতিতে ছাত্রদলের সিনিয়র নেতা হিসাবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জের কৃতী সন্তান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল হোসেন খান(ভিপি কামাল)। এসময় ছাত্রদলের নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মির্জা ফখরুল ও রিজভী আহমেদ।