চেয়ারম্যান পদপ্রার্থী ছুরিকাহত

288

দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়েনর চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মোল্লাকে (৫৫) ঢাকার পল্টনে হামলা করেছে দুর্বিত্তরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত ২ মে সোমবার, বিকেল তিনটার সময় শাহীন মোল্লা তার নির্বাচনী এলাকা দোহারের বিলাসপুর ইউনিয়ন থেকে দুইটি মাইক্রোবাস যোগো প্রায় ২০/২২ জন সমর্থক নিয়ে বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার নাজমূল হুদার সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে ঢাকার পল্টনস্থ মেহরাব প্লাজার সামনে পৌছুলে ২৫/২৬ জনের একটি সন্ত্রাসী দল শাহীন মোল্লাকে পাশে ডাকে। তিনি তাদের কাছে যেতে অস্বীকৃতি জানালে দুর্বিত্তরা তার পেটে রিভলবার ঠেকিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়। এবং তাকে ছুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীরে বিভিন্নস্থানে জখমের সৃষ্টি হয়। সমর্থক-কর্মীরা দৌড়ে এসে আহত শাহীন মোল্লাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ নিয়ে বিলাসপুর ইউনিয়নে চাপা উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য বিলাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি আক্তার হোসেন সমর্থন পেয়েছিলেন। পরবর্তীতে আক্তার হোসেন বদলে শাহীন মোল্লাকে সমর্থন দেয় বিএনপি। ধারণা করা হচ্ছে এর জের হিসেবে এই ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন