ঢাকা জেলার দোহার থেকে একশ পঞ্চান্ন পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (০৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নের্তৃত্বে অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন দক্ষিন চুরাইন (মরাখাল) গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ পলাশ হোসেন ওরফে হেলপার পলাশ (৩০), পিতা-মোঃ আফজাল হোসেন মাঝি, গ্রাম-দক্ষিণ চুরাইন (মরাখাল), থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। পলাশকে গ্রেফতার পূর্বক তার দখল হতে ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫,৩০০/-(পাঁচ হাজার তিনশত) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ১টি উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬,৫০০/- (ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।