চুল পাকা রোধ করে আমলকি

427

আমাদের দেশের আবহাওয়ায় বর্তমানে অনেকের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। এটা বিব্রতকর তো বটেই, বন্ধুমহলেও হাসির পাত্র হতে হয় অনেককে। আর বিয়ে করতে গেলে আবার কনেপক্ষ বা পাত্রপক্ষ পাত্র/পাত্রীর বয়স নিয়ে সন্দেহ পোষণ করে বসেন। এই বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে আমলকি। কয়েকটি শুকনা আমলকি হাল্কা থেতলে নিয়ে এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে ভালভাবে কচলে ছেকে নিন। এবার এই পানিটা মাথায় দিয়ে একঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে মিশ্রণটি চুলে লাগালে চুল প্রাকৃতিকভাবে কালো থাকবে এবং চুল হবে ঝলমলে স্বাস্থোজ্জ্বল।

 

আপনার মতামত দিন