কুসুম কানন যুব সংঘকে হারিয়ে লটাখোলা চাঁদ তারা ক্লাব চ্যাম্পিয়ন

360

বারুয়াখালী গোল্ড কাপে সারারিয়া কুসুম কানন যুব সংঘকে ট্রাইবেকারের হারিয়ে শিরোপা জয় করলো লটাখোলা চাঁদ তারা ক্লাব। শনিবার বিকাল ৪ টায় বারুয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মূল সময়ের গোল শূন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে ফলাফল নির্ধারন হয়।

প্রতিবছরের মতো এবারো বারুয়াখালী ন্যাশনাল ক্লাব এই গোল্ড কাপ টূর্নামেন্টের আয়োজন করে। বিশিষ্ট্য শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন বাবর মিয়ার পৃষ্ঠপোষকতায় এই গোল্ড কাপ টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
সক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টূর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনালে যায়গা করে নেয় লটাখোলা চাঁদ তারা ক্লাব ও সারারিয়া কুসুম কানন যুব সংঘ। টান উত্তেজন পূর্ন ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ভাবে ড্র হলে ট্রাইবেকারে ফলাফল নির্দারিত হয়। ট্রাইবেকারে লটাখোলা চাঁদ তারা ক্লাব ১ গোলের ব্যবধানে সারারিয়া কুসুম কানন যুব সংঘকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তোফাজ্জল হোসেন বাবর মিয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: মরিয়ম জালাল সিমু, বারুয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম।

আপনার মতামত দিন