চলছে প্রশাসনের ক্লান্তিহীন অভিযান অবিরাম

212

জোবায়ের হোসেন;নিউজ৩৯: মা ইলিশ রক্ষার্থে দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নেতৃত্বে চলছে প্রশাসনের ক্লান্তিহীন অভিযান অবিরাম। রাত ৩টা বা ভোর ৪টা, অথবা দুপুর বেলা, কি রোদ, কি বৃষ্টি, অথবা হোক ঘূর্ণিঝড় ‘তিতলি’ নেই যেন কোন ক্লান্তি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালনে তারা যেন নিজকে শতভাগ উজাড় করে দিয়েছেন। নারীত্ব বা মাতৃত্ব এই ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা হয়নি, হয়নি শুক্রবার বা শনিবারের ছুটিতে কোন বিশ্রাম। শনিবার ভোরবেলাতেও উপজেলা মৎস্য অফিসার ও দোহার থানা পুলিশের সহায়তায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা মৈনট ঘাট থেকে ১৬ জেলে কে আটক করেছন ইলিশ মাছ ধরার অপরাধে। এ সময় ৭৫ কেজি ইলিশ ও ১৫০০০মিটার কারেণ্ট জাল পোড়ানো হয়।

এদিকে শুক্রবার ২৩জন জেলে আটক করা হয়, ১০৭ কেজি মাছ উদ্ধার করা হয়; একই সাথে ৫৬,০০০ মিটার কারেণ্ট জাল পোড়ানো হয়।

প্রশাসনের এই উদ্যোগ জনগণের আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে। এই ব্যাপারে ফারুক শরিফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, উপজেলা প্রশাসন এর গাড়ি মৈনট ঘাটে মা ইলিশ রক্ষায় যে ভাবে টহল দিচ্ছে আমার অতীত জীবনে এত নজরদারি চোখে পরে নাই।। আসলে ভাল মানুষ গুলো বরাবরই ভালোই হয়।।৷ আল্লাহ ওনাদের মঙ্গল করুন৷৷৷

আপনার মতামত দিন