চর কুসুমহাটিতে ডাকাতি

353

মো. সোহেল ♦ গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট থেকে তিনটার কিছুটা পর পর্যন্ত প্রায় তিরিশ জন ডাকাত চর কুসুমহাটির দুই বাড়ীতে ডাকাতি করে। ডাকাতরা প্রথমে মো. সিদ্দক ফকিরের বাড়ীতে ডাকাতি করে। সিদ্দিক ফকিরের বাড়ীতে ডাকাতরা বাড়ীর বাসিন্দাদের প্রহার করে ২ লক্ষ ৯ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট করে। এরপর তারা পাশের করম আলীর বাড়ীতে ডাকাতি করে। করম আলীর বাসা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্বর্ণ লুট করে, এখানেও তারা বাড়ীর বাসিন্দাদের প্রহার করে।

প্রায় তিন মাস আগে এই গ্রামেই সিকদার বাড়ীতে ডাকাতি হয়। তখন ডাকাতরা দশ লক্ষাধিক টাকা লুট করে। দোহার থানায় গত বেশ কয়েক মাস যাবৎ ডাকাতি চরম আকার ধারণ করেছে। ধারাবাহিক ভাবে দোহারের এ প্রান্তে ও প্রান্তে চলছে ডাকাতি। জনগনের জানমালের নিরাপত্তা সদূর পরাহত।

আপনার মতামত দিন