ঘাতক ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর জীবন

364

ঘাতক কাভার্ড ট্রাক কেড়ে নিলো দোহারের জয়পাড়ার মাছ ব্যবসায়ী কানাই মালো(৫৫) এর জীবন। সোমবার সকালে ঢাকা জেলার দোহার উপজেলার মেঘুলা বাজারে ট্রাকচাপায় তিনি নিহত হন। কানাই মালো (৫৫) দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে সিএনজিতে করে জয়পাড়া থেকে মাওয়া ঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন কানাই সহ আরও তিনজন মাছ ব্যবসায়ী। মাওয়া যাওয়ার পথে তারা মেঘুলা বাজারের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এসময় চারজন মাছ ব্যবসায়ী আহত হয়। এর মধ্যে কানাই মালোর অবস্থা আশঙ্কাজনক থেকে তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পথে কোনাখোলায় তাঁর মৃত্যু হয়। আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা যায়।

আপনার মতামত দিন