নবাবগঞ্জে গ্রামীন ব্যাংকের মানববন্ধন

334

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রামীন ব্যাংক আইন ২০১৩ জারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামীন ব্যাংক নারায়নগঞ্জ জোনের নবাবগঞ্জ এরিয়া কর্মচারী সমিতি। ৩ নভেম্বাবর রোবাবার দুপুরে গ্রামীন ব্যাংক কলাকোপা কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করে।

কর্মচারী সমিতি ব্যাংকটির প্রকৃত মালিক ৮৪ লাখ দরিদ্র নারীকে ক্ষমতাহীন করার ষড়যন্ত্রের অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির নবাবগঞ্জ এরিয়ার প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এরিয়া সভাপতি মো. শাহ্জালাল, প্রাক্তন সভাপতি মো. মোসলেহ উদ্দিন প্রমূখ। তেল খরচ: ৫০ টাকা

আপনার মতামত দিন