গ্যাস সংযোগ হলেই নবাবগঞ্জ হবে আলোকিত শহর: সালমা ইসলাম

1203
ক্রীড়াঙ্গন বিকশিত করতে তরুণদের উদ্যোগী হতে হবে: সালমা ইসলাম

 

দোহার-নবাবগঞ্জবাসীকে দেয়া আমার নির্বাচনী ওয়াদা পূরণ করতে চাই। দলমতের বাইরে সবাইকে নিয়েই আমি সে কাজটি সম্পন্ন করতে চাই। পদ্মা ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। এখন এ অঞ্চলকে আধুনিক নগরায়ণে গ্যাস সংযোগ হলে দোহার-নবাবগঞ্জ হবে আলোকিত শহর। সেই চেষ্টাই এখন আমার জন্য বড় চ্যালেঞ্জ। সরকারের সদিচ্ছা থাকলে আশা করি সেটাও পূরণ হবে। বৃহস্পতিবার বিকালে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের শোলানগরে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

জাতীয় পার্টির নেতা আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সালমা ইসলাম বলেন, উন্নয়নের কাছে কোনো দল বা প্রতীক নেই। আমি আপনাদের কাছের মানুষ, আপনজন। আগামী দিনে সবাইকে আমার পাশে চাই। আমিও আপনাদের জন্য কাজ করে যাব।

অনুষ্ঠানে অ্যাডভোকেট মোজাহার আলী ও বাবুল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সালমা ইসলাম এমপির উন্নয়নে আগ্রহ প্রকাশ করে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা সালমা ইসলাম এমপির পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সালমা ইসলাম এমপি বলেন, শোল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি, কালীগঙ্গা নদীর ওপর পাতিলঝাঁপ দত্তখণ্ড সেতুর কাজ দ্রুত শুরু হবে। এ ইউনিয়নে আড়াই কোটি টাকায় তিনটি রাস্তার কাজ চলমান আছে। আরও তিনটি রাস্তা দ্রুত পাকা করার উদ্যোগ চলছে। উপস্থিত ছিলেন শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শরফুদ্দিন শরীফ, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ প্রমুখ।

আপনার মতামত দিন