গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-ট্রেলার সংঘর্ষে চারজনের মৃত্যু

16
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-ট্রেলার সংঘর্ষে চারজনের মৃত্যু

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স ও মাটিকাটার স্কেভেটরবাহী ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী বেদগ্রাম আরামবাগে নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহত আহত কারও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলী বেদগ্রাম আরামবাগে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্কেভটরবাহী ট্রেইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও চারজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

 

 

আপনার মতামত দিন