দোহারে রামনাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

336

ঢাকার দোহার উপজেলার রামনাথপুর এলাকা পূর্বচর থেকে পারভীন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
৯ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার পূর্বচর সোনামদ্দিনের মেহগনির কাঠ বাগানের গাব গাছ থেকে পারভীন নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
দুপুর ১২ টার দিকে বিল্লাল নামে এক পথচারী বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় গাব গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়ণাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে দোহার থানার এসআই হারুন জানান, লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময়ে মাটি থেকে ১০ ফুট উচুতে নিহতে পা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়ণাতদন্তের পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত দিন