নবাবগঞ্জ উপজেলার ময়মন্দি গ্রামে গৃহবধুর করুণ মৃত্যু

420
ময়মন্দি

বুধবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার ময়মন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম জাবি বেগম। তার বয়স আনুমানিক ৪৫। তার স্বামীর নাম মোক্তার হোসেন।

নিহতের স্বজনেরা জানান, বাড়ীর পাশের সবজি ক্ষেতে তিনি ধুন্দল তুলতে যান। এ সময় প্বার্শবর্তী বৈদ্যুতিক খুটীতে ঝুলতে থাকা ধুন্দল টান দিলে বৈদ্যুতিক তার ছিড়ে তার শরীরে পড়ে এতে তিনি বৈদ্যুতিকস্পৃষ্ট হয়ে ঝলসে যান। গুরুতর আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার নিউজ৩৯ কে বলেন, কেউ থানায় অবহিত করে নি। তবে আমরা খোঁজ নিচ্ছি। 

আপনার মতামত দিন