গালিমপুরে তুচ্ছ ঘটনায় হামলা; আহত ৩

539

নবাবগঞ্জের গালিমপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের সাথে সংর্ঘষের জের ধরে প্রতি পক্ষের হামলায় চূড়াইন ইউনিয়ন মোসলেমহাটি গ্রামের সেলিম মোল্লা, নাহিদ, রুবেল আহত হয়েছেন।

মোটরসাইকেল যোগে সেলিম মোল্লা আরো ২জনকে নিয়ে পারিবারিক কাজে নবাবগঞ্জ আসার পথে গালিমপুর সোনাবান স্কুলের সামনে ইজিবাইকের  সাথে সংর্ঘষ হয়।

আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আহতদের ঢাকার শ্যমলীর একটি প্রাইভেট ক্লিনিকে  ভর্তি করা হয়।

এব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় আহতের পরিবার আদালতে মামলা দায়ের করেন।

আহত সেলিমের বাবা মামলার বাদী নজরুল ইসলাম জানান, তাদের মামলা না নিয়ে পুলিশ যারা হামলা করেছে তাদের মামলা নেয়।

আপনার মতামত দিন