গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

923

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ শুক্রবার ‘ঔপনিবেশিক অতীত’ থেকে বের হয়ে আসতে পশ্চিম আফ্রিকার সাবেক ধর্মনিরপেক্ষ দেশটির নতুন রাষ্ট্রীয় পরিচয় ঘোষণা করেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি।’ তিনি মন্তব্য করেন, যেহেতু গাম্বিয়াতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সে কারণে দেশটিতে ঔপনিবেশিকতা চিরদিন বৈধ থাকতে পারে না।

উল্লেখ্য, গাম্বিয়ার ১৮ লাখ মানুষের মধ্যে ৯৫ শতাংশই মুসলমান। তবে এর বাইরে থাকা ৫ শতাংশ মানুষের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের সুযোগ থাকবে বলে আশ্বাস দিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট।

আপনার মতামত দিন