নবাবগঞ্জে গাঁজা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

148

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. শরীফ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ’র তাকে এ কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাতিয়া মোহনপুর এলাকা থেকে প্রায় ১ কেজি গাঁজাসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

শরীফ ব্রা¤œনবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগোড়িয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। সে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া মোহনপুর গ্রামের মাজেদাকে পাইকারীতে গাঁজা দিতে আসছিল বলে জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ছাতিয়া মোহনপুর এলাকার মাদক ব্যবসায়ী মাজেদার বাড়িতে গাঁজা নিয়ে আসে মো. শরীফ। এ সময় স্থানীয় জনতা গাঁজাসহ তাকে আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত দিন