৯০০ গ্রাম গাঁজাসহ চর কুশাই থেকে দুই ব্যক্তি আটক

319

স্টাফ রিপোর্টার, নিউহ ৩৯ ♦ র‍্যাব-১১ এক বিশেষ অভিযানে দোহারের চর কুশাই পশ্চিমচর থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ আইয়ুব আলী ও হাসমত মেকার নামে দুই ব্যক্তিকে আটক করেছে।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে নিউজ৩৯ কে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এই অভিযানটি পরিচালনা করে। এ সময় আইয়ুব আলির নিজ বাড়ি থেকে গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। আইয়ুব আলীর বাড়ি চরকুশাই পশ্চিমচরে, তার পিতার নাম ফুল খান। আটককৃত অন্য জনের নাম হাসমত মেকার। সে জয়পাড়ার (খাঁড়াকান্দা) সামসু শিকদারের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর পক্ষ থেকে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত দিন