দোহারে ২৫ কেজি গাঁজাসহ মহিলা গ্রেফতার

323

 ১২ ই ফেব্রুয়ারী রবিবার মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালিত এক বিশেষ অভিযানে দুপুর ১.৩০ মিনিটে দোহার থানার রঘুদেব পুর গ্রামের বেপারী বাড়ী থেকে ২৫ কেজি  গাজা সহ এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার হওয়া মহিলার নাম আনোয়ারা বেগম, তার স্বামীর নাম নাসিরূদ্দিন বেপারী, গ্রাম:রঘুদেবপুর, চরকুশাই।

এ ব্যাপারে দোহার থানার এস আই আজাদ আমাদেরকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া পরিচালিত এক বিশেষ অভিযানে ৩ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান দীর্ঘদিন ধরেই তারা গাজা ব্যাবসায়ীকে আটকের জন্য একজন সোর্সকে কাজের লোক হিসাবে ঐ মহিলার বাড়ীতে নিযুক্ত করা হয়। আর এই সোর্স মারফত তারা জানতে পারেন যে, রবিবার গাজার একটি বড় চালান আসবে। আর এভাবেই তারা  আনোয়ারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হন।

তবে এবার নিয়ে আনোয়ারা বেগম ৫ বার গ্রেফতার হলেন। কিন্তু কোন এক অদৃশ্য কারণে বার বার আইনের ফাঁক গলে তিনি বের হয়ে আসেন বিধায় এলাকাবাসীর আশঙ্কা এবারও হয়তো তাকে আটকানো যাবে না।

আপনার মতামত দিন