প্রবাসী বাংলাদেশীরা ২০১৭-১৮ অর্থ বছরে মোট ১৪,৯৭৮.৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। এরমধ্যে সৌদি আরব থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ মোট রেমিটেন্সের ১৭ শতাংশেরও বেশি বা ২,৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বার্তা সংস্থা বাসসকে জানান, বাংলাদেশ ব্যাংকের কিছু ইতিবাচক পদক্ষেপের সুবাদে রেমিটেন্সের প্রবাহ আবারো বেড়েছে।
জানা যায়, সৌদি আরব থেকে ২০১৪-’১৫ অর্থবছরে ৩,৩৪৫.২৩ মিলিয়ন, ২০১৫-’১৬ অর্থবছরে ২,৯৫৫.৫৫ মিলিয়ন ও ২০১৬-’১৭ অর্থবছরে ২,২৬৭.২২ মিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে।
২০১৮ অর্থবছরে সৌদির পর সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে ২,৪২৮.০৬ মিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যের এ দু’টি দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। আমিরাত থেকে ২০১৭ অর্থবছরে ২,০৯৩.৫৮ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
এছাড়া ২০১৮ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ১,৯৯৭.৪৯ মিলিয়ন এবং কুয়েত থেকে ১,১৯৯.৭০ মিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ।
একই সময়ে মালয়েশিয়া থেকে ১,১০৭.২১ মিলিয়ন, যুক্তরাজ্য থেকে ১,১০৫.৫৫ মিলিয়ন, ওমান থেকে ৯৫৮.১৯ মিলিয়ন, কাতার থেকে ৮৪৪.০৬ মিলিয়ন, ইতালি থেকে ৬৬২.২২ মিলিয়ন, বাহরাইন থেকে ৫৪১.৬২ মিলিয়ন, সিঙ্গাপুর থেকে ৩৩০.১৬ মিলিয়ন, দক্ষিণ আফ্রিকা থেকে ১৫৩.১৫ মিলিয়ন ও ফ্রান্স থেকে ১৩৪.৪০ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
২০১৮ অর্থবছরে মোট রেমিটেন্সের পরিমাণ বেড়েছে ২,২০৯.৪১ মিলিয়ন বা ১৭.৩০ শতাংশ।