দোহারে চলছে গতি পরিবহনের ধর্মঘট

308

নিউজ৩৯♦দোহারে অব্যাহত চাঁদাবাজি ও শ্রমিকদের লাঞ্চনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো চলছে গতি পরিবিহিনের ধর্মঘট। এতে চরম সংকটে পড়েছে ফুলতলা থেকে বাহ্রা বালেংগার যাত্রীগণ। তুলনামুলক সহজলভ্য ও ভাড়া সস্তা হওয়ায় বিপদে পড়েছেন যাত্রীগণ।

গতি পরিবহন সমতির এক সদস্য নাম না প্রকাশ করারা সত্বে নিউজ৩৯কে জানান, হটাৎ করেই ঢাকা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও ঢাকা জেলা হালকা যানবহহন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দোহারের ফুলতলা বাজারে জোর করে বিগত এক সপ্তাহ যাবত ২০ টাকা ও ১০ টাকা হারে চাঁদাবাজি করছে। না দিলে লাঞ্চনার শিকার হতে হয় বলে তিনি জানান। 

এছাড়া তিনি আরও জানান, নিজ সমিতিতে প্রতিদিন ৪০টাকা, সুপার ভাইজারকে ১০টাকা ও লাইন্সম্যান বাবদ গড়ে ১০ টাকা সহ প্রায় ৬০ টাকা জমা দিতে হয়। এর মধ্যে এরা ঢাকা থেকে এসে জোর করে এই চাঁদাবাজি করছে। আমরা এক সাথে বসার কথা বললেও তারা কোন গুরুত্ব দিচ্ছে না। তাই মালিক সমিতি ও শ্রমিকরা এক সাথে এই গাড়ি চলাচল বন্ধ রেখেছি।

নিউজ৩৯ কে দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া বলেন, আমি ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই ব্যাপারে খোজ খবর নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করবো। 

আপনার মতামত দিন