গণমানুষের জন্যই আমার রাজনীতি;অ্যাডঃ সালমা ইসলাম এমপি

506

“নবাবগঞ্জের উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কারণ গণমানুষের জন্যই আমার রাজনীতি। তাই মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলেই এ অঞ্চলের গ্রামীণ অবকাঠামো ও উন্নয়ন কাজ সমাপ্ত করতে পারব”। গত ১১ ফেব্রুয়ারি শনিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন। জাতীয় পার্টি নেতা আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। তবেই এলাকার উন্নয়ন কাজ করতে পারব। অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে সংসদ সদস্য সালমা ইসলামের উন্নয়নের রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনে তাকে সমর্থনের কথা জানান। সমাবেশে উপস্থিত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে বারুয়াখালী থেকে ভাঙ্গাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা দ্রুত পাকা করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আতাহার আলীর নেতৃত্বে প্রায় দু’শ নেতাকর্মী সালমা ইসলাম এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

অন্য খবর  নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলবাসীর চাওয়া পাওয়ার ফিরিস্তি

সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, জাহাঙ্গীর চোকদার, এমএ মজিদ, শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান চৌধুরী রানা, আবদুল মালেক, আবদুল সালাম, কিরন খান, আবদুল গফুর, শ্রমিক পার্টির আবু নাইম, মো. ইয়াসিন, সফিকুল ইসলাম স্বপন, মো. ওয়াসিম, সাহাদাত হোসেন, সোলায়মান মেম্বার, আবুল হাশেম, মনির হোসেন, বাদশা মিয়া, আতাহার আলী, সালাম মোল্লা, মো. আব্বাস, নারী নেত্রী রেশমী হোসেন আজাদ, নিলুফার ইয়াসমিন লিলি, তাজনিনা আহমেদ, ছাত্রসমাজের খলিল দেওয়ান, পনির মণ্ডল, শ্রীকৃষ্ণ সাহা প্রমুখ।

 

আপনার মতামত দিন