করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। খুলেছে মার্কেট, দোকান-পাট। কিন্তু সবখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। নাগরিকদের মধ্যে মাস্ক, গ্লাভস পরার প্রবণতাও খুবই কম।
সোমবার(১ জুন) দোহার উপজেলার বাসস্ট্যান্ড গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে ৩০০০ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় তারা সচেতনতামূলক নির্দেশনা দেন গণপরিবহনের চালক, সহকারী ও যাত্রীদের কে।
সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই দোহার উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানান উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
এ বিষয়ে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এবং সচেতন করতে এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যােতি বিকাশ চন্দ্র।