খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মেহনাজ মান্নানের শুভেচ্ছা বিনিময়

265
মেহনাজ মান্নান

দোহার ও নবাবগঞ্জের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে দোহার ও নবাবগঞ্জের খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। হাসনাবাদ, গোল্লা গোবিন্দপুর ও বক্সনগর গির্জায় শুভেচ্ছা বিনময় করেন তিনি।

ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বেসরকারি বিমান ও পর্যটুন মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান বিএনপিতে সক্রিয় আছেন অনেক আগে থেকেই। আব্দুল মান্নানের মৃত্যুর পর দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপিতে সক্রিয় হন এই তরুন নেত্রী। বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে। তারই ধারাবাহিকতায় তিনি শুভেচ্ছা বিনিময় করেন খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে।  এই সময় ব্যারিস্টার মেহনাজ মান্নান বিভিন্ন গির্জা পরিদর্শন করেন এবং সবার সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন আগলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবেদ হোসেন, গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব তপন মোল্লা, নয়নশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান খান পান্নুসহ দোহার-নবাবগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন