খোকন শিকদারই আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী

321

খোকন শিকদারকেই আসন্ন দোহার উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে ঘোষনা করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ। আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী নিজেকে আওয়ামী লীগের মনোনিত এক মাত্র প্রার্থী দাবি করলেও শেষ পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে খোকন শিকদারকে একক প্রার্থী হিসাবে ঘোষনা করে দোহার উপজেলা আওয়ামী লীগ। দোহার উপজেলা নির্বাচনে দোহার উপজেলা থেকে নির্বাচন করছে আওয়ামী লীগের একাধিক নেতা। এর মধ্যে আছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন শিকদার, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মেহবুব কবির। আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনে একক প্রার্থী নির্ধারন করার জন্য প্রতি উপজেলায় চিঠি পাঠালে নড়ে চড়ে বসে দোহার উপজেলা আওয়ামী লীগ। কাউন্সিলের ভোটের মাধ্যমে নির্দারিত হয় দোহার উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন। নির্বাচনে ৩১ জন কাউন্সিলর ভোট দেন। এর মধ্যে বিভিন্ন জটিলতার কারনে ৪ জন ভোট দিতে পারেন নি এবং ৩ জন ভোট দানে বিরত থাকেন। কাউন্সিলরদের ভোটের মধ্যে ২৬ ভোট পেয়ে মনোনয়ন অর্জন করেন বর্তমান ভাইস চেয়ারম্যান খোকন শিকদার।

আপনার মতামত দিন