খালেদা জিয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের নিয়ে শামীমা রাহিম শীলার দোয়া

512
খালেদা জিয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের নিয়ে শামীমা রাহিম শীলার দোয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় সাজা প্রাপ্ত ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের নিয়ে দোয়া করেছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। রবিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে মাদ্রাসা ছাত্রদের নিয়ে খতমে কোরআন করা এবং জেল গেটের সামনে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য এবং বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করে দোয়া করা হয়।

খালেদা জিয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের নিয়ে শামীমা রাহিম শীলার দোয়া

এই সময় জেল গেটের বাইরের রাস্তায় দাঁড়ানো মাদ্রাসার ছাত্রদের কোরআনের সুরে গোটা জেল গেট এড়িয়া মুখরিত হয়ে উঠে। এই সময় নিউজ৩৯ কে দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা বলেন, খালেদা জিয়ার দিকে আজ সারা দেশের মানুষ। সারা দেশের মানুষের দৃষ্টি আজ বেগম খালেদা জিয়ার উপর। একজন সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা অভিযোগে, মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিতে সরকারের যে অপচেষ্টা, তাকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের যে ষড়যন্ত্র তা এই দেশের সাধারন মানুষ কখনই মেনে নিবে না। একই সাথে সারা দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি চেয়ারপার্সনকে মুক্ত করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হবে ইনশায়াল্লাহ।

অন্য খবর  ঢাকা-১: বিএনপির দলীয় প্রার্থী না থাকায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ

খালেদা জিয়ার জন্য মাদ্রাসা ছাত্রদের নিয়ে শামীমা রাহিম শীলার দোয়া

আপনার মতামত দিন